ফেনীতে পার্কিং করা একটি পিকআপে খেলতে গিয়ে গাড়ির নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মরিয়ম রাইসা (৩)। সে ওই এলাকার নির্মাণ শ্রমিক রেজাউল করিমের মেয়ে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে শহরের আরামবাগ সুইমিংপুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি পিকআপের ওপরে উঠে খেলা করছিল রাইসাসহ আশপাশের শিশুরা। এ সময় হঠাৎ পিকআপের ওপর থেকে অসাবধানতাবশত রাইসা গাড়ির নিচে পড়ে যায়। এতে তার মাথা থেঁতলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর্যন্ত নির্মাণ শ্রমিক রেজাউল ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায়।
ফেনী মডেল থানার (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, নিহত শিশুর লাশ ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন