ঝিনাইদহের মহেশপুরে বালুবোঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে খালিশপুর-মহেশপুর সড়কের ভালাইপুর দরগাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউপির ঘুগড়ি গ্রামের রিমাজ উদ্দিন মালিথার ছেলে আলমগীর (৩৫) ও একই ইউপির পান্তাপাড়া গাবতলা গ্রামের মৃত হাজি আব্দুর গনির ছেলে কাশেম আলী (৬০) ও একই গ্রামের চারু মোল্লার ছেলে কামাল (৪০)। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিএজিতে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার ভালাইপুর দরগাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত হয় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরে ঢাকা নেওয়ার পথে নড়াইলে পৌঁছালে কামাল নামের আরেকজন মারা যায়।
মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হলেও চালকরা পালিয়ে গেছে।
মন্তব্য করুন