মহিন উদ্দিন রিপন, টঙ্গী
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১১:০৭ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমা এবার হবে দুই ময়দানে, আসছে বড় পরিবর্তন

ইজতেমা ময়দানে চলছে প্রস্তুতি। ছবি : কালবেলা
ইজতেমা ময়দানে চলছে প্রস্তুতি। ছবি : কালবেলা

বিশ্ব ইজতেমায় এবার টঙ্গীর তুরাগতীরের পাশাপাশি নদীর পশ্চিম পার ও উত্তরার দিয়াবাড়িতে মূল প্যান্ডেল হচ্ছে। টঙ্গীর মূল মঞ্চের পাশাপাশি দিয়াবাড়িতে আরেকটি মঞ্চ তৈরি করা হচ্ছে। তবে টঙ্গীতে অবস্থিত মূল মঞ্চ থেকে দিয়াবাড়ি মঞ্চে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বয়ান প্রচারিত হবে। কিন্তু ইজতেমা ময়দানের পাঁচ ওয়াক্ত নামাজ হবে পৃথকভাবে। অতিরিক্ত মুসল্লির ভিড় সামলাতে ও দুর্ভোগ কমাতে এই আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ব ইজতেমা ময়দান ঘুরে দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

টঙ্গী ইজতেমা ময়দানের বয়ান মঞ্চের জিম্মাদার হাজী মোহাম্মদ রেজাউল করিম রেজা বলেন, ‘এবার টঙ্গীর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চের পাশাপাশি উত্তরার দিয়াবাড়িতে আরেকটি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। টঙ্গীর ইজতেমা ময়দানের মূল মঞ্চের বয়ান আধুনিক প্রযুক্তির মাধ্যমে দিয়াবাড়ি মঞ্চে সরবরাহ করা হবে।’

তিনি আরও বলেন, ‘সেখান থেকে দিয়াবাড়ি মাঠে মুসল্লিরা বয়ান ও আখেরি মোনাজাতে শরিক হবেন। তবে প্রতিবছরের মতো এবার টঙ্গীর ইজতেমা ময়দানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হবে এবং দিয়াবাড়িতে আলাদাভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হবে।’

টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, ‘টঙ্গীতে স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শনে আসবেন। তিনি আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে বিশ্ব ইজতেমার বিষয়ে বিস্তারিত বলবেন।’

তিনি আরও বলেন, ‘এবার বিশ্ব ইজতেমায় ১০৫টি খিত্তা থাকবে। টঙ্গীর মূল মঞ্চে ৭২টি, টঙ্গীর তুরাগতীরের পশ্চিম পারে ১০টি ও উত্তরার ১৮ নম্বর সেক্টরে দিয়াবাড়ি মাঠে ২৩টি খিত্তা থাকবে। দিয়াবাড়িতে এবার নতুনভাবে মাঠ প্রস্তুত করায় বেশকিছু কাজ করা হচ্ছে। দিয়াবাড়িতে ৬০ একর জায়গার মাঠ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় মাঠ। দিয়াবাড়ি ময়দানে আটটি গভীর নলকূপ, ১৪টি বড় চৌবাচ্চা ও দুই হাজার ৫০০ টয়লেট নির্মাণ করা হচ্ছে।’

দিয়াবাড়ি ইজতেমা ময়দানের জিম্মাদার মাওলানা ফরিদ আহমদ বলেন, ‘ইতিমধ্যে ময়দান প্রস্তুত করার কাজ চলছে। টঙ্গীর ইজতেমা মাঠে জায়গা সংকুলান না হওয়ায় সর্বসম্মতিক্রমে দুটি ময়দান করা হয়েছে। তবে টঙ্গীর ময়দানের মূল মঞ্চ থেকে বয়ান সরবরাহ করে দিয়াবাড়িতে শোনানো হবে। আখেরি মোনাজাতও বয়ানের মতো সরবরাহ করা হবে। তবে পাঁচ ওয়াক্ত নামাজ দুই ময়দানে পৃথকভাবে অনুষ্ঠিত হবে।’

আয়োজকরা বলছেন, টঙ্গী ইজতেমা ময়দানে ১০ লাখ, তুরাগ নদীর পশ্চিম পারে এক লাখ ও দিয়াবাড়িতে দুই লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন। আখেরি মোনাজাতে প্রায় ৪০ লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম দুটি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি ও ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে হ্যাশট্যাগ ‘ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা

‘জাতীয়তাবাদে বিশ্বাসীদের ত্যাগ স্বীকার করতে হয়েছে’

ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন এজাজ

হত্যা মামলায় এসপি তানভীর সালেহীন কারাগারে

র‌্যাব বিলুপ্ত করুন : জাতিসংঘ

‘তেঁতুল গাছে মিষ্টি ফল আশা করা যায় না’

অপারেশন ডেভিল হান্ট / গ্রেপ্তার আরও ৫৯১

শেখ হাসিনাসহ তার মন্ত্রীরা ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত : রিজভী

সরকার জনগণের ভাষা বোঝে না : গয়েশ্বর 

শরীয়তপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

১০

ভয়ংকর আয়নাঘরের বর্ণনা দিলেন উপদেষ্টা মাহফুজ

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন

১২

দোভাষী কিয়ারা আদভানি

১৩

বিএনপির কমিটিতে কৃষকলীগ নেতা

১৪

নিখোঁজের সন্ধান না মেলায় সিরাজদিখান থানায় হামলা-ভাঙচুর

১৫

শেরপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১৬

অপারেশন ডেভিল হান্ট : চট্টগ্রামে গ্রেপ্তার ৩১

১৭

দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর থাকতে পারে : প্রেস সচিব

১৮

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি : নজরুল ইসলাম খান

১৯

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা / সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার

২০
X