রংপুরের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় এই সিদ্ধান্তের কথা জানায় প্রাথমিক শিক্ষা বিভাগ। তবে শিক্ষকরা যথারীতি বিদ্যালয়ে উপস্থিত থাকবেন।
বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় উপপরিচালক মো. মোজাহিদুল ইসলাম। তিনি বলেন, শীতের কারণে বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয় খোলা থাকবে। তবে তাপমাত্রা বাড়লে বিদ্যালয় আবার স্বাভাবিকভাবে চলবে।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বেলা দশটার দিকে রংপুরের তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কিছুটা কম ছিল।
মন্তব্য করুন