নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে পৌরসভার ৭নং ওয়াট সতীঘাটে শীতবস্ত্র বিতরণের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, মেয়র ইলিয়াস হোসেন বাবলু শুক্রবার রাতে কম্বল বিতরণ করার সময় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এসময় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেয়র ইলিয়াস হোসেন বাবলু তৃণমূল থেকে আওয়ামী লীগের রাজনীতিতে ওঠে আসেন। তিনি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি জলঢাকা পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য ছিলেন। এরপর ২০১১ সালে পৌরসভার নির্বাচনে জলঢাকা পৌর মেয়র নির্বাচিত হন। পাঁচ বছর সফলতার সঙ্গে তিনি পৌরসভা পরিচালনা করেন। জনতার কাছে জনপ্রিয় নেতা হিসেবেও পরিচিত লাভ করেন তিনি। এরপর সর্বশেষ অনুষ্ঠিত পৌর নির্বাচনে ২০২০ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে বড় ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন। মেয়র ইলিয়াস হোসেন বাবলু ব্যক্তি জীবনে স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া বইছে পৌর শহরসহ গোটা উপজেলায়।
শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম জানাজা ও বাদ আছর উত্তর কাজিরহাট তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। জলঢাকা পৌরসভার কাজিরহাটের বাসিন্দা মেয়র ইলিয়াস হোসেন বাবলু সারা বাংলাদেশে পৌরসভা মেয়র এসোসিয়েশনের প্রচার সম্পাদক এবং উপজেলা বনিক সমিতির সভাপতি ছিলেন।
মন্তব্য করুন