শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চড়া দামেও মিলছে না খেজুরের রস

শরীয়তপুরে শীতের সকালে হাঁড়িতে খেজুরের রস সংগ্রহ করছেন গ্রামের গাছি। ছবি : কালবেলা
শরীয়তপুরে শীতের সকালে হাঁড়িতে খেজুরের রস সংগ্রহ করছেন গ্রামের গাছি। ছবি : কালবেলা

দিন দিন কমে যাচ্ছে খেজুর গাছের সংখ্যা, চড়া দামেও মিলছে না খেজুরের সুস্বাদু রস। শীতের কুয়াশা মাখা ভোরে চাদর গায়ে জড়িয়ে গ্রামের বাড়ির চুলার পাশে বসে রসের পিঠাপায়েস খাওয়ার মজাই আলাদা। গ্রামবাংলার এ ঐতিহ্য আজ যেন আমরা হারাতে বসেছি।

সময়ের প্রয়োজনে, নগরায়ণের জন্য কেটে ফেলা হচ্ছে হাজার হাজার খেজুর গাছ। গাছ কমে যাওয়ার কারণে গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যেতে শুরু করছে খেজুরের রসও। কিছু কিছু এলাকায় অল্পকিছু গাছ থাকলেও রসের সংগ্রহ কম হওয়ায় চড়া দাম দিয়েও কেনা যাচ্ছে না খেজুরের রস। ছোট এক হাঁড়ি রস কিনতে ৫০০ টাকা গুনতে হয় ক্রেতাদের। ৬০০ টাকা দিয়ে সাথে সাথে রস পাওয়া যায় না, ক্রেতাকে সিরিয়াল দিয়ে বেশ কয়েকদিন অপেক্ষা করে রস সংগ্রহ করতে হয়। মনে হয় এই তো সেদিনের স্মৃতিচারণ। গ্রামীণ মেঠো পথের বাঁকে বাঁকে সারিবদ্ধ হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত খেজুরের গাছ। শীতের আগমনী বার্তার সাথে সাথে গাছি তার ধারালো দা দিয়ে শৈল্পিকভাবে খেজুর গাছের মাথা ছেঁটে বাঁশের নল ঢুকিয়ে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে যেত। কিন্তু আজ মাইলের পর মাইল হেঁটেও দেখা মেলে না খেজুর গাছের।

মানুষের প্রয়োজনে ও ইটের ভাটার জ্বালানির জোগান দিতে কেটে ফেলা হয়েছে অসংখ্য খেজুর গাছ।

শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে ছিল সারি সারি খেজুর গাছ। এ গাছগুলো থেকে প্রতিদিন শীতের সকালে হাজার হাজার হাঁড়ি রস সংগ্রহ করতেন গ্রামের গাছিরা। নির্বিচারে গাছ নিধনের ফলে ধীরে ধীরে কমে যাচ্ছে খেজুর গাছের সংখ্যা। এ ছাড়াও জেলার বেশির ভাগ ইটের ভাটাগুলোতে লুকিয়ে লুকিয়ে খেজুর গাছগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। এক সময় এ গাছগুলো আমাদের পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে।

সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দাদপুর এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম কালবেলাকে বলেন, সেই ছোটবেলা থেকে চাচাকে রস সংগ্রহ করতে দেখতাম। চাচার সাথে আমি ও আমার চাচাতো ভাইয়েরা মিলে রস বাড়িতে নিয়ে আসতাম। কেউ কেউ কাঁচা রস মজা করে খেতো আবার কেউ জ্বালিয়ে খেতো। মা-চাচিরা রস জ্বালিয়ে গুড় তৈরি করতেন। ঝোলা গুড়ের গন্ধে সারা বাড়ি মৌ মৌ করত। এখন গাছের সংখ্যা কমে যাওয়ায় রসের দেখাই মিলছে না। চাচাতো ভাই জামাল ২০টা গাছ কাটে তাতে ২-৩ হাঁড়ি রস হয়। সেই রস নিয়ে আত্মীয়-স্বজনরা লড়াই করে কে আগে নেবে।

ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাছি সোরাব মৃধা কালবেলাকে বলেন, আগের মতো সেই গাছ আর নাই। তাছাড়া যে কয়টা গাছ আছে সেগুলোতে তেমন একটা রস হয় না। আমি রাস্তার পাশে ছোট বড় মিলিয়ে ৩০টা গাছ কাটি। কোনো দিন তিন হাঁড়ি রস পাই আবার কোনো দিন চার হাঁড়িও পাই। কোনো দিন এক হাঁড়িও পাই না। কারণ রাতের বেলায় চোরেরা নিয়ে যায়। তাই এ শীতের মধ্যে নারা কুটা বিছিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে রস পাহারা দেই। এ রকম কষ্ট করে রস সংগ্রহ করে মানুষের কাছে বিক্রি করি। ছোট হাঁড়ি ৪০০ আর বড় হাঁড়ি ৬০০ টাকা। তবে আমার রস কিনতে হলে সাত দিন আগে থেকে সিরিয়াল দিতে হয় তা না হলে আমি রস দিতে পারি না।

সিড্যা ইউনিয়নের কাইচকুড়ি গ্রামের সৌদি প্রবাসী মোক্তার হোসেন কালবেলাকে বলেন, তিন বছর পর বাংলাদেশে এসেছি। শীতকে সামনে করে এলাম রস খাব বলে। কিন্তু রস সংগ্রহ করতে গিয়ে দেখি বিশাল সিরিয়াল তিন হাঁড়ি রস ১৮০০ টাকা অগ্রিম দাম দিয়ে ১৫ দিন অপেক্ষা করতে হবে।

ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দুলাল মাদবর কালবেলাকে বলেন, আমরা আগে তাফাল ভর্তি করে রস জ্বাল দিতাম। সেই রস দিয়ে গুড় তৈরি করে মাটির কলসি ভরে রাখতাম। এরপর হাটের দিনে বাজারে বিক্রি করতাম। বিভিন্ন রকম পিঠা পায়েস তৈরি করে আত্মীয়-স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিতাম। এখন সেই রসও নাই আর গুড়ও নাই। সবকিছু শুধুই স্মৃতি।

চিকন্দী এলাকার আলী আকবর বলেন, মানুষ তার নিজের বসবাসের জন্য গাছগুলো কেটে ফেলছে। গাছ কাটার তালিকায় প্রথম থাকে খেজুর গাছ। কিছু অসাধু গাছ ব্যবসায়ী খেজুর গাছগুলো কিনে নিয়ে চড়া দামে ইট ভাটায় বিক্রি করে দেয়। এটা ঠেকাতে না পারলে অদূর ভবিষৎতে খেজুর গাছ বিলুপ্ত হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে নিউ এজ সম্পাদকের হয়রানির ঘটনায় এসবির দুঃখ প্রকাশ

কারখানা বন্ধের নোটিশ পেয়েই মহাসড়ক অবরোধ

‘বিদেশ ভ্রমণ ঠেকাতে কয়েক হাজার মানুষকে ব্লকড লিস্ট করেছিল হাসিনা সরকার’

শপথ নিলেন নতুন সিইসি ও ৪ কমিশনার

পর্তুগাল সফরে গে‌লেন পররাষ্ট্র উপদেষ্টা

শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন প্রধান শিক্ষক

শিক্ষার্থীর মৃত্যু, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও

গণহত্যা চলছেই : ইসরায়েলের হামলায় ১২০ ফিলিস্তিনি নিহত

দুই ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংকের সর্বদলীয় ঐক্যের ডাক

বিদ্যুৎ-জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় তদন্তকারী সংস্থা নিয়োগের সুপারিশ

১০

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল অনূর্ধ্ব-১৯ দল

১১

বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত

১২

এক সপ্তাহে সৌদি আরবে ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার

১৩

গজারিয়ায় বিএনপি কার্যালয়ে আ.লীগের হামলা, ভাঙচুর

১৪

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

১৫

আবারও সড়ক অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

১৭

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৮

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান

১৯

আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিলে ওই ভোট পচে যায় : ড. শফিকুল ইসলাম

২০
X