রাজশাহী-রংপুর বিভাগের মধ্যে শুক্রবারেও (১৯ জানুয়ারি) সরাসরি বাস চলাচল শুরু হয়নি। গাইবান্ধার পলাশবাড়ীতে বাস চলাচলে বাধা দেওয়ার ঘটনার সমাধানে ডাকা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এতে রাজশাহী বিভাগ থেকে রংপুর বিভাগে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী কোচ যথারীতি চলাচল করবে।
এদিকে দুই বিভাগের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের কষ্ট করতে হচ্ছে বেশি। যাত্রীরা ভেঙে ভেঙে চলাচল করায় খরচ বেড়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর, গাইবান্ধাসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার পরিবহন মালিক নেতারা উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা বাস মিনিবাস ও পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, সভায় পলাশবাড়ীর ঘটনার কোনো সুরাহা হয়নি। তাই আগের সিদ্ধান্ত বহাল রয়েছে। যতক্ষণ পর্যন্ত পলাশবাড়ীর সমস্যা সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত রংপুর বিভাগে রাজশাহী বিভাগের কোনো বাস চলাচল করবে না।
এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগের কোনো বাস রংপুরে চলাচল করবে না বলে ঘোষণা দেন পরিবহন মালিক সমিতি। গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজি করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
মন্তব্য করুন