দিনাজপুরের বিরলে অবৈধভাবে মজুদের অভিযোগে একটি গুদাম থেকে ৩০০ টন ধান জব্দ করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ দল।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিরল উপজেলার পাইকপাড়া গ্রামের মুছাব্বির রফিক হোসেন নামের এক ব্যক্তির গুদাম থেকে এই ধান জব্দ করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন জানান, ধান ও চালের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদে দিনাজপুরের বিরল থেকে মুছাব্বির নামের এক ব্যবসায়ীর গুদাম থেকে ৩০০ টন ধান জব্দ করা হয়েছে। মুছাব্বিরের ধান মজুদের লাইসেন্স থাকলেও অনুমোদনের চেয়েও অনেক বেশি ধান সে মজুদ করে এবং প্রয়োজনের তুলনায় বেশি সময় গুদামে রেখেছে। গত বোরো মৌসুমের ধান এক মাস গুদামে রাখার অনুমোদন থাকলেও সে প্রায় ৭ মাস পর্যন্ত সেই ধান বিক্রি করেনি। ওই ধান ব্যবসায়ীর গুদাম সিলগালা করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এমন অভিযান চলমান থাকবে এবং এর কারণে ইতিমধ্যেই ধান ও চালের দাম কিছুটা কমতে শুরু করেছে বলে দাবি করেন এই কর্মকর্তা।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিখা আশা, ওসি শাহ্ গোলাম মাওলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার হোসেন প্রমুখ।
মন্তব্য করুন