বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুম পর্যটনকেন্দ্রে আগামী ২২ জানুয়ারি থেকে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
বুধবার (১৭ জানুয়ারি) রাতে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে কোনো ধরনের বাধা-নিষেধ ছাড়াই পর্যটকরা রোয়াংছড়ির দেবতাখুম পর্যটন এলাকা ভ্রমণ করতে পারবেন। তবে উপজেলার দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসনকে জানিয়ে ভ্রমণে যেতে হবে।
প্রসঙ্গত, পৃথক ও স্বায়ত্তশাসিত ‘কুকি-চিন’ রাজ্যের দাবিতে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ সশস্ত্র আন্দোলন শুরু করলে এবং তাদের সঙ্গে গড়ে ওঠা জঙ্গি কানেকশন ধ্বংস করতে র্যাবের বিশেষ অভিযান শুরু হলে জননিরাপত্তার স্বার্থে গত বছরের ১৪ জুলাই থেকে রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি সব ধরনের পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন জেলা ম্যাজিস্ট্রেট। পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়।
মন্তব্য করুন