জামালপুরের মেলান্দহে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টীম। বুধবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নির্দেশে পরিদর্শক মো. তারেক মাহমুদের নেতৃত্বে একটি রেইডিং টীম মেলান্দহ ধানাধীন পৌরসভার হাইস্কুল রোডে অবস্থিত চিললক্স রেস্টুরেন্টে অভিযান চালান। এ অভিযানে ৪৪ বোতল মদ জব্দসহ রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্টের মালিক ফাহিম হাসানকে গ্রেপ্তার করেন।
আসামী ফাহিম হাসান লাদেন (২৪) গোবিন্দপুর নাংলা এলাকার আবদুল হালিমের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল।
অপর একটি অভিযানে মেলান্দহ উপজেলার কাজাই কাটা গ্রাম থেকে মো. নুর ইসলাম (৫৬) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি তল্লাসি করে ১ কেজি গাঁজা জব্দ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আসামি নুর ইসলাম কাজাইকাটা গ্রামের মৃত শাহজাদা শেখের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক তারেক মাহমুদ ও উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন