কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়ার আমতলি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ীর বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে রোকসানা খাতুন (২৫), গাইবান্ধাগঞ্জের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৩৫), চকরিয়ায় উপজেলার দরবেশকাটার বাসিন্দা বদিউজ্জামানের ছেলে, মইনুল ইসলাম (৩৫), চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা এমদাত মিয়ার ছেলে রাশেদুল করিম (৩০) ও সিলেটের বাসিন্দা জোবাইয়ের আলম (৪০)। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস আফিস জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাবার পথে চকরিয়ার বানিয়াছড়ার আমতলি নামক স্থানে পৌঁছালে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গেলে দুর্ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ও চকরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার লিটন কান্তি দে এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন