পাবনার আটঘরিয়া উপজেলায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রী বৃষ্টি রানী (২০) নামক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সে জেলার আতাইকুলা থানার মাধপুর গ্রামের রনজিত রায়ের মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী অমিত রায়কে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার সঞ্চয়পুর গ্রামে তার স্বামীর বাড়িতে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সংসার জীবন ভালোই চলছিল। হঠাৎ ঘটনার দিন দুপুরে স্বামীর ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে।
মন্তব্য করুন