ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-সেতাবগঞ্জ রেল রুটে সুলতানপুরের দৌলতপুর পাখিবাড়ি ব্রিজ এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর বিকালে ঠাকুরগাঁও-পীরগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ শুরু হয়েছে। দুপুর থেকে পীরগঞ্জ রেলস্টেশনে অবস্থান করা পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টার দিকে পীরগঞ্জ স্টেশনে থেকে ছেড়ে যায়।
পীরগঞ্জ স্টেশনের সহকারী মাস্টার সোহরাব আলী সুজন জানান, পীরগঞ্জ-সেতাবগঞ্জ রেল রুটে সুলতানপুরের পাখিবাড়ি ব্রিজের কাছে ৪৪২ নং পিলার এলাকায় রেললাইনের এক পাশের কিছু অংশ ভেঙে যায়। এতে ঢাকার সাথে রেল যোগাযোগ সাময়িক বন্ধ থাকে। এ অবস্থায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস টেনটি দুপুর থেকে পীরগঞ্জ স্টেশনে অবস্থান করছিল। দীর্ঘ অপেক্ষার পর লাইন মেরামত হলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুরের দিকে পীরগঞ্জে আসার পথে লাইন ভাঙার ঘটনা ঘটতে পারে।
মন্তব্য করুন