রংপুর ব্যুরো
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৮:৩৭ এএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

১০ দিন আগেই বাজারে আসছে হাঁড়িভাঙা আম, ৩০০ কোটি টাকার বিক্রির আশা

হাঁড়িভাঙা আম। ছবি : কালবেলা
হাঁড়িভাঙা আম। ছবি : কালবেলা

প্রচণ্ড গরমে নির্ধারিত সময়ের আগেই পাকতে শুরু করেছে রংপুরের হাঁড়িভাঙা আম। ফলে চাষিদের দাবির মুখে নির্ধারিত সময়ের দশদিন আগেই আম পাড়া শুরু হচ্ছে। আম পাড়া ঘিরে ব্যস্ততা বেড়েছে আম চাষি ও ব্যবসায়ীদের। শেষ মুহূর্তে বাগানের গাছগুলোর নিবিড় পরিচর্যা করছেন চাষিরা।

পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় ২০ জুনের পরিবর্তে ১০ জুন বাজারজাত করা শুরু করার জন্য চাষিরা জেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছিলেন। পরে প্রশাসন আবেদনটি বিবেচনায় নেয়।

রংপুরের হাঁড়িভাঙা আমের যেমন খ্যাতি রয়েছে, তেমনি চাহিদাও তুঙ্গে। বিদেশেও রপ্তানি হয় এই আম। এই আম চাষে অনেকে স্বাবলম্বী হয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এ বছর প্রায় ৩০০ কোটি টাকার টাকার হাঁড়িভাঙা আম বেচা-বিক্রি হতে পারে বলে ধারণা করছেন কৃষি সম্প্রসারণ বিভাগ ও চাষিরা।

রংপুর কৃষি বিভাগের উপপরিচালক ওবায়দুর রহমান জানান, এবার জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৫ হাজার ৭৩০ টন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাঁড়িভাঙা আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৯ হাজার ৭০০ টন।

‘আবহাওয়া ভালো থাকলে শুধু হাঁড়িভাঙা আম বিক্রি করে প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করতে পারবেন এ জেলার আমচাষিরা।’ যোগ করেন তিনি।

চাষিরা জানিয়েছেন, এ বছর হাঁড়িভাঙা আমের ফলন ভালো হলেও অনাবৃষ্টি আর অতিরিক্ত তাপমাত্রার কারণে গতবারের তুলনায় এবারের আমার আকার ছোট হবে।

স্থানীয় আম চাষি আমিনুল ইসলাম বলেন, ‘এবারে আবহাওয়ার যে পরিস্থিতি তাতে ২০ জুন পাড়া শুরু হলে অনেক আম পেকে যেতে যেত। এতে অনেক ক্ষতি হতো। পরিস্থিতি বিবেচনায় আমরা জেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়ে বাজারজাতের তারিখ ২০ জুনের পরিবর্তে ১০ জুন করার দাবি জানিয়েছিলাম।’

সরেজমিনে দেখা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার আখিরাহাট, পদগঞ্জ, মাঠেরহাট, বদরগঞ্জের গাপোলপুর, লাগেরহাট, সর্দারপাড়া, নগরীরর বড়বাড়ী ও সদর উপজেলার সদ্যপুস্করণী ইউপির কাটাবাড়িসহ জেলার বিভিন্ন এলাকায় সারি সারি আম গাছ। উঠান, জমির আইল ও বাসা বাড়ির আনাচে কানাচে ছোট বড় গাছে থোকায় থোকায় করে ধরেছে আম।

তরুণ উদ্যোক্তা ও আমচাষি মীর আদনাদ হোসেন বলেন, ‘প্রথমে পরীক্ষামূলকভাবে আম চাষ শুরু করেছিলাম। লাভবান হওয়ার পর থেকে এখন বাণিজ্যিকভাবে হাঁড়িভাঙা আমের চাষাবাদ ও ব্যবসা করছি। অল্প পুঁজিতে লাভ করা সম্ভব।’

আরেক আম চাষি নজরুল ইসলাম বলেন, ‘আমি এবার ১৭ লাখ টাকায় চারটি বাগান কিনেছি। আমি আশা করছি, ২৫ লাখের উপরে বিক্রি করব। তবে পরিবহণ ব্যবস্থা এবং কুড়িয়ারের ভাড়া কমাতে হবে। তাহলে রাজধানীসহ সারা দেশে সহজে অনেক বেশি আম পাঠানো সম্ভব হবে।‘

হাঁড়িভাঙা আমের সম্প্রসারক আব্দুস সালাম সরকার বলেন, ‘সরকার প্রধানের উদ্যোগে দেশ-বিদেশে হাঁড়িভাঙা আম রপ্তানি শুরু হয়েছে; আমরা এতে খুশি। তবে আর একটু দৃষ্টি দিলেই হাঁড়িভাঙা ঘিরেই এই অঞ্চলের অর্থনীতি আরও সচল হবে।’

রংপুরের জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন বলেন, ‘চাষিদের দাবির প্রেক্ষিতে হাঁড়িভাঙা আম বাজারজাতে ২০ জুনের পরিবর্তে ১০ জুন করা হয়েছে। আবহাওয়ার কারণেই মূলত আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, হাঁড়িভাঙা আমের বাজারজাত করতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেটি মনিটর করা হবে। বিশেষ করে ব্যবসায়ীদের পরিবহনে নিরাপত্তা দেওয়া হবে।

রংপুরে হাঁড়িভাঙা আম চাষ করে বেকারের সংখ্যা ‘কমেছে’ জানিয়ে বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, বিশেষ করে বদরগঞ্জ ও মিঠাপুকুরের লালপুর, পদাগঞ্জ ও তেকানিসহ আশপাশের গ্রামের বেকার যুবকরা এখন আমের ব্যবসা করে রোজগার করছেন। অনেকে আবার উদ্যোক্তা হিসেবে হাঁড়িভাঙার বাজার সম্প্রসারণ ও চাষাবাদ বাড়ানোর কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

কেজিতে ১ টাকায় মিলছে মুলা ও ফুলকপি

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

বিদেশিদের ষড়যন্ত্র আমাদের রুখতে পারবে না : বাবুল

কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুবির এমওইউ স্বাক্ষর

নিখোঁজের ৬ দিন পর যুবকের মাটিচাপা লাশ উদ্ধার

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ, সম্পাদক মহিউদ্দিন

১০

সুশাসন নিশ্চিতে বিচারব্যবস্থার সংস্কার প্রয়োজন : এমরান চৌধুরী

১১

কুড়িগ্রামে যুবলীগ নেতা হাসেম আলী গ্রেপ্তার

১২

চট্টগ্রামের কাঠালবাগান পাহাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ

১৩

রাবিতে পোষ্য কোটা বাতিল, ১২ ঘণ্টা পর মুক্ত প্রশাসন

১৪

‘সাত বিয়ে’র প্রসঙ্গে মুখ খুললেন সোহেল তাজ

১৫

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

১৬

যুবদল নেতা আক্তার বহিষ্কার

১৭

ছাত্র-জনতার অর্জিত বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র চলছে : জুয়েল

১৮

ব্যালন ডি’অর নিয়ে রোনালদোর মন্তব্যে রদ্রির ক্ষোভ

১৯

জকসু’র নীতিমালা অনুমোদন, শিগগিরই ঘোষণা হবে নির্বাচনী রোডম্যাপ : জবি উপাচার্য 

২০
X