ভোলার দৌলতখানে বসতভিটা দখল করতে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, ছালেম (৬০), তার স্ত্রী রহিমা (৫০), মেয়ে মিনারা (৩০), নাজমা (২৫) ও নাতি মিজানুর রহমান। আহতরা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্তরা হলো- ইব্রাহীম (৪০), তার স্ত্রী নাইটু (৩০), ছেলে ইমন (১৮), মেয়ে লিমা (১৪) ও শালিকা জান্নাত (৩০)। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলার দক্ষিণ জয়নগর ৭নং ওয়ার্ডের চুন্নু হাওলাদার বাড়িতে ঘটনাটি ঘটেছে।
হাসপাতালে চিকিৎসাধীন ছালেম জানান, দীর্ঘ ৫০ বছর ধরে আমার বসতভিটায় স্ত্রী ও কন্যা সন্তানদের নিয়ে বসবাস করে আসছি। গত ৩ বছর যাবৎ ভাই ইব্রাহীমের সঙ্গে বসতভিটা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে গ্রাম্যভাবে কোনো সুরাহ না হওয়ায় আদালতে মামলা দায়ের করি। বৃহস্পতিবার পরিবারের সকল সদস্য বসতঘরে অবস্থান করাকালীন কোনো কিছু বুঝে ওঠার আগে প্রতিপক্ষ ইব্রাহীম তার স্ত্রী নাইটু, ছেলে ইমন, মেয়ে লিমা ও শালিকা জান্নাতসহ ২০-২৫ জন অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ পরিবারের পাঁচ সদস্য আহত হন।
এদিকে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করান।
অভিযুক্ত ইব্রাহীম পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল জানান, এ ঘটনায় ছালেম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন