পাবনায় শুক্রবার (১২ জানুয়ারি) দিনভর সূর্যের দেখা মেলেনি। সে সঙ্গে বইছে হিমেল হাওয়া। সকালে তীব্র শীত অনুভূত হলেও বিকেলে কিছুটা স্বস্তিতে ছিলেন এ অঞ্চলের মানুষ। কারণ বিকেল ৫টা নাগাদ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। তবে এ খবর দীর্ঘক্ষণ স্থায়ী হবে না, বলছে অ্যাকুওয়েদার। পূর্বাভাস অনুযায়ী, রাতে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। এ ছাড়া পাবনার বাতাসের মানও আজ খুবই খারাপ।
এদিকে শীত অনুভূত হওয়ায় এ জনপদের মানুষ কাহিল হয়ে পড়েছে। তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ঈশ্বরদী আবহাওয়া অফিস।
হিম বাতাসে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী-কর্মজীবী গরিব অসহায় মানুষ। স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলে তাদের জীবনযাত্রা। নিম্নবিত্ত মানুষ শীতবস্ত্রের অভাবে ভুগছে। তাদের মধ্যে যাদের সাধ্য রয়েছে তারা ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, হিমালয়ের বয়ে আসা ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি বেশি। উত্তর-পূর্বকোণ থেকে তিন নটিক্যাল গতিতে বয়ে যাচ্ছে হিমেল বাতাস। সন্ধ্যার পর বাতাসের সঙ্গে কুয়াশা যুক্ত হবে।
এদিকে অ্যাকুওয়েদার আরও বলছে, শীত ছাড়াও পাবনার বাতাসের মান আজ খুবই খারাপ। এটিকে ‘বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘এ হাওয়ার যে কোনো সংস্পর্শ, তা এমনকি কয়েক মিনিটের জন্য হলেও, প্রত্যেকের স্বাস্থ্যের ওপরে গুরুতর প্রভাব ফেলতে পারে। ঘরের বাইরের কাজকর্মগুলো এড়িয়ে চলুন।’
মন্তব্য করুন