ফরিদপুরে হঠাৎ বেড়েছে শীতের তীব্রতা। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল থেকে দেখা মিলছে না সূর্যের। ভোরে ছিল ঘন কুয়াশা। তবে বেলা বাড়তেই কুয়াশা কেটে গেলেও দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। তাপমাত্রা খুব একটা না কমলেও হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। হঠাৎ শীতের এ প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ। শীতে জবুথবু মানুষ শীত থেকে বাঁচতে ভারী বস্ত্র পরে বাইরে যাচ্ছেন। এদিকে আবহাওয়া অফিস শীত আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে।
স্থানীয়রা জানান, গত রাত থেকেই কুয়াশার কারণে রাস্তাঘাট তেমন দেখা যাচ্ছে না। সেই সঙ্গে সূর্যের দেখা নেই সারা দিন। তবে হঠাৎ করে ঠান্ডা বাতাসের কারণে বেশি শীত লাগছে। ফরিদপুর আবহাওয়া অফিস জানিয়েছে এ শীতের তীব্রতা আরও কয়েক দিন থাকতে পারে।
ফরিদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেললিয়াস।
আগামী কয়েক দিন একই অবস্থা বিরাজ করবে জানিয়ে তিনি আরও জানান, তাপমাত্রা আগামী দুই এক দিনের মধ্যে আরও কমতে পারে। এ ছাড়া আগামী ১৭-১৮ জানুয়ারি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন