সদ্য অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সব প্রতিদ্বন্দ্বীই জামানত হারালেন।
নিয়মানুযায়ী নির্বাচনে কোনো আসনে মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কোনো প্রার্থী যদি না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত বাকি সব প্রার্থীরাই জামানত হারালেন।
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান স্বাক্ষরিত ফলের তালিকায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ নির্বাচনে মোট ১৮৭টি কেন্দ্রে ৬ লাখ ২১ হাজার ৯২২ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫১ হাজার ৭৭৫ জন ভোটার ভোট প্রদান করেছেন। প্রদত্ত ভোটের মধ্যে বাতিল হয় ৪ হাজার ৫৪৮ ভোট। ফলের হিসেব অনুযায়ী বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ২৭৭ ভোট।
বৈধ ভোটের মধ্যে এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ হ ম মুস্তফা কামাল ২ লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের মিসেস জোনাকী হুমায়ুন। তিনি মোট ৮ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।
বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান ২ হাজার ৬০৯টি ভোট পেয়েছেন।
বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একতারা প্রতীকের প্রার্থী এম অহিদুর রহমান ২ হাজার ২৫৭টি ভোট পেয়েছেন।
গণফোরাম মনোনীত উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম ভুঁইয়া ১ হাজার ১১৪টি ভোট পেয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আ হ ম মুস্তফা কামাল এমপি নির্বাচিত হন। পরে ২০১৪ ও ২০১৮ সালে যথাক্রমে তিনি পরিকল্পনামন্ত্রী ও অর্থমন্ত্রী হন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তবে ছয়বার নির্বাচন করে ২০০১ সালে পরাজিত হন আ হ ম মুস্তফা কামাল।
মন্তব্য করুন