সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ৬ লাখ টাকাসহ দুই নার্স আটক

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টাকাসহ নার্স আটক। ছবি : কালবেলা
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টাকাসহ নার্স আটক। ছবি : কালবেলা

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬ লাখ টাকাসহ দুই নার্সকে আটক করা হয়েছে। এ ঘটনার মূল অভিযুক্ত নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক পলাতক আছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুল আলম ভুঁইয়া।

তিনি জানান, আটক দুই নার্সের একজনের নাম সুমন ও অপরজনের নাম আমিনুল ইসলাম। তাদের একজন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এবং অপরজন বহির্বিভাগে কাজ করেন।

ব্রিগেডিয়ার মাহবুব জানান, হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি শামিমা প্রথমে তাকে জানান, সাদা পোশাকের একদল লোক সিনিয়র নার্স আমিনুলকে ধরে নিয়ে গেছে। এরপরই গোয়েন্দা সংস্থার তরফ থেকে ফোন করে জানানো হয়, অবৈধ লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৬ লাখ টাকাসহ তারা আমিনুল ও সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, একজন নার্সের এরিয়ার বিল সংক্রান্ত লেনদেনের সূত্র ধরে তাদের আটক করা হয়। তবে আমিনুলকে আটক করা হলেও ওই গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল, ওসমানীর নার্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ইসরাইল আলী সাদেক সেখানে লেনদেন করার কথা ছিল। কিন্তু তিনি না গিয়ে সেখানে অন্যদের পাঠিয়েছেন। এ খবর পাওয়ার পর ইসরাইল আলী সাদেক পালিয়েছেন।

বিভিন্ন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুব আরও জানান, হাসপাতালটিকে জিম্মি করতে বিভিন্ন দালাল চক্র সক্রিয়, এটা সবাই জানেন। তবে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারেন না। গোয়েন্দা সংস্থাটি এখন এ বিষয়ে কাজ করছে।

তিনি জানান, ৬ লাখ টাকাসহ আটক আমিনুল ও সুমনের ব্যাপারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করে পুরো বিষয়টি তদন্ত করবে।

কোতোয়ালি থানার ওসি মঈন উদ্দিন কালবেলাকে বলেন, আমার থানায় এখন পর্যন্ত কোনো আসামি আসেনি। আমার এখনো জানা নেই কী কারণে নার্সদের আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে : প্রধান উপদেষ্টা

ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে : আমীর খসরু

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি, অতঃপর...

এক ডগায় ৩২ লাউ!

বেতাগী বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল

ধর্ষণে অভিযুক্ত শিক্ষক সুজন চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

জেলা রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের হানা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে জেএসডির প্রতিবাদ

১০

৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯৪ শিশু-কিশোর

১১

তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন : পিন্টু

১২

ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শেষ করলেন জনসংযোগ কর্মকর্তারা 

১৩

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন অনুষ্ঠিত

১৪

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

৮০০ কোটি টাকা লোপাট, সালমান-শিবলী রুবাইয়াতসহ ৩০ জনের নামে মামলা

১৬

৮ মাসে দেশে কিছুই সংস্কার হয়নি : আব্দুস সালাম

১৭

বরিশাল রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

১৮

বে-ডেভেলপমেন্টস ও আনোয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

১৯

শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি আহ্বান শিক্ষা উপদেষ্টার 

২০
X