চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় ভোটের দিন প্রকাশ্যে গুলি ছোড়া শামীম আজাদকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
সোমবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
তিনি বলেন, ভোটের সময়ে গুলিবর্ষণকারী শামীমকে সীতাকুণ্ড উপজেলা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে নৌকা প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলি ছোড়ার ঘটনা ঘটে এবং ককটেল বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। এ সময় সোয়েটার পরা এক যুবককে গুলি ছুড়তে দেখা যায়।
মন্তব্য করুন