নারায়ণগঞ্জের ফতুল্লায় ভোটকেন্দ্রে নাশকতার অভিযোগে বিএনপির ১৪ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (৭ জানুয়ারি) ফতুল্লা মডেল থানা পুলিশ মামলাটি দায়ের করে। এ মামলায় ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন উল্লাহ শাহীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলা ১৪ জন আসামির মধ্যে রয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, জেলা কৃষক দলের সদস্য সচিব কায়সার রিফাত, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক আমীর ব্যাপারী, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জসিম, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীফ হোসেন মানিক, থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা মুন্না, রাসেল, কামাল ব্যাপারী, মনির হোসেন।
এর আগে শনিবার (৬ জানুয়ারি) ফতুল্লার ১৬৯ নম্বর ভোটকেন্দ্রে (উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা) ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগে শাহীনকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে তাকে সেখান থেকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসনিম জানান, মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। শাহীনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন