নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য প্রার্থী আলমগীর শিকদার লোটন নির্বাচনে কারচুপি ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলার সময়ে দুপুর ২টায় এ ঘোষণা দেন লোটন।
এ সময় অভিযোগে লোটন বলেন, আড়াইহাজারের প্রায় সব কেন্দ্র থেকেই তার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। এ সময় সরকারি দলের সমর্থক ও পুলিশ তার কর্মী সমর্থকদের ওপর গুলিবর্ষণ করেছে।
এ ঘটনায় তার ছোট ভাই জাহাঙ্গীর সিকদার জোটনসহ আরও ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে আড়াইহাজারে নৌকা ও লাঙ্গলের সমর্থকদের মধ্যে দুই কেন্দ্র সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ১২ জন। দুপুরে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুঁড়লে দুজন গুলিবিদ্ধ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুটি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। আড়াইহাজারে বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের মারধরসহ বের করে দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ রয়েছে এবং ভোট কেন্দ্রগুলো স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন