চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে নৌকা প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি ছোড়ার ঘটনা ঘটে এবং ককটেল বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। এ সময় সোয়েটার পরা এক যুবককে গুলি ছুড়তে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দুপক্ষের সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ। তিনি কালবেলাকে বলেন, দুপক্ষের ঝামেলার পর একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কলেজের পাশে মেম্বার হোটেলের দিক থেকে একটি দল এসে কেন্দ্রটি দখলের চেষ্টা চালায়। তখন দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গায়ে কালো সোয়েটার ও মাথায় টুপি পরা এক যুবককে রিভলবার হাতে গুলি ছুড়তে দেখা যায়। এ সময় গামছা ও রুমাল দিয়ে আরও বেশ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে পাথর ছুড়তে থাকে। পরে ঘটনাস্থলে ফোর্স বাড়িয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
চট্টগ্রাম-১০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি। তবে ভেতরে সমস্যা নেই।
ঘটনার বিষয়ে জানতে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ হয়নি। তবে ফুলকপি প্রতীকের প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ঘটনার বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান।
মন্তব্য করুন