দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকালে ভোট শুরুর পর ৮টা ১ মিনিটে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মধুখালী উপজেলার কামালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৯ নম্বর কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় আব্দুর রহমানের সহধর্মিনী ডা. মির্জা নাহিদা হোসেন, মেজমেয়ে ইশানা রহমান ও ছেলে সামী রহমানও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪ প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর (নোঙর), স্বতন্ত্র সাংবাদিক আরিফুর রহমান দোলন (ঈগল), জাতীয় পার্টির আখতারুজ্জামান খান (লাঙল) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর ইসলাম শিকদার (একতারা) নিয়ে নির্বাচনে লড়ছেন।
জানা যায়, ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৯৬৫ জন। এ আসনে ১৯৬ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
মন্তব্য করুন