ভোটের দিন কেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনা করার অভিযোগে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা বিএনপি সভাপতি আনিসুর রহমান হেলালকে (৬৩) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের কলেজ রোড এলাকার বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে র্যাব ৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অধিনায়ক জোবায়ের আলম শোভন। তিনি বলেন, আনিসুর রহমান নির্বাচন বানচাল করার জন্য পরিকল্পনা করছিল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন বিরোধী প্রচার করছিল। এ ছাড়া নলছিটির বিভিন্ন কেন্দ্রে অগ্নিসংযোগ করে ভোটে বিঘ্ন সৃষ্টি করতে চেয়েছিল।
তিনি আরও বলেন, আনিসুর রহমানে বিরুদ্ধে নাশকতাসহ আরও একাধিক মামলা রয়েছে বলে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। অধিনায়ক জোবায়ের আলম শোভন বলেন, আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে আটক করি এবং অভিযোগের প্রমাণ পাই। এ ঘটনায় তার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য করুন