দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী, আটঘরিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী ওভারব্রিজ সংলগ্ন নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টা ৩০ মিনিটের সময় শহরের ওভারব্রিজ সংলগ্ন নৌকা প্রতীকের প্রার্থী গালিবুর রহমান শরীফ এর নির্বাচনী ক্যাম্পে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে জড়ো হতে থাকেন স্থানীয় ও নৌকা সমর্থকরা। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী অফিসে খুব বেশি কিছু ছিল না। যে কাপড় দিয়ে অফিস ঘেরাও করা ছিল এবং টেবিল ক্লথ ছিল, সেগুলো পুড়েছে আর কিছু পোস্টার পুড়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।
মন্তব্য করুন