কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের দুটি ভোটকেন্দ্রের অদূরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত ১০টা ও সোয়া দশটার দিকে লাকসামের দুটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
উপজেলার বাকই ইউনিয়নের কৈত্রা হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই হাবিবুর রহমান জানান, রাত ১০টার দিকে কেন্দ্রের অদূরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
অপরদিকে, একই ইউনিয়নের বাকই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই আব্দুল লতিফ জানান, রাত সোয়া ১০টার দিকে কেন্দ্রের বাইরে ঈদগাহের পাশে রাস্তায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।
লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান বলেন, আমাদের অফিসাররা সেখানে কাজ করছেন। নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
মন্তব্য করুন