মেহেরপুরে সড়ক থেকে কালো স্কচটেপ মোড়ানো চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গাংনী উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠের সড়কে এসব পাওয়া যায়। আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল সাতটার দিকে স্থানীয় লোকজনের খবরে পুলিশের একটি দল সেগুলো উদ্ধার করে।
হেমায়েতপুর বাজারের ব্যবসায়ী সাগরি হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে বোমাসদৃশ চারটি বস্তু পড়ে থাকার বিষয়ে জানতে পারি। এ ছাড়া সড়কে দুটি কলাগাছ কেটে ফেলে রাখা হয়। এর পাশে দুটি এবং পাকা সড়কের পাশে আরও দুটি বোমাসদৃশ বস্তু পড়েছিল। বিষয়টি জানালে গাংনী থানা পুলিশের একটি দল এসে তা উদ্ধার করে।
স্থানীয়রা ধারণা করছেন, নির্বাচনের বিষয়ে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এগুলো রাখা হয়েছে।
বোমাসদৃশ বস্তু উদ্ধারকারী গাংনী থানার এসআই দেবাশীষ অধিকারী জানান, কালো স্কচটেপ দিয়ে মোড়ানে বোমাসদৃশ বস্তু চারটি পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এগুলো থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলছে।
মন্তব্য করুন