নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাস থেকে টাইমার সেট করা একটি ‘বোমা’ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের বাসে বোমাটি পাওয়া যায়। পরে রাত ১টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয় বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পুলিশ বলছে, বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে।
জানা গেছে, বেঙ্গল পরিবহনের যাত্রীবাহী বাসে বোমাসদৃশ্য বস্তু দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজমের বোম ডিসপোজাল ইউনিট এসে নিশ্চিত করে এটি একটি টাইম বোমা, যা শক্তিশালী ডিভাইস। পরে বোমাটি উদ্ধার করে ডিভাইসটি নিষ্ক্রিয় করা হয়।
বাসের সুপারভাইজার মো. হাসান বলেন, ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী বাসে ওঠেন। পরে গাড়ি ছেড়ে সায়দাবাদ এসে যাত্রী উঠানোর পর তারা হানিফ ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে যাত্রী গণনা করতে গিয়ে দেখতে পান পেছনের ওই ডি-১ নাম্বারের সিটে একজন যাত্রী নেই। ওই যাত্রীকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে ওই যাত্রীর রেখে যাওয়া ব্যাগে বোমাটি দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়।
বাসচালক রুবেল বলেন, ব্যাগে বোমা থাকার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বাসটি মৌচাক বাসস্ট্যান্ডের কাছে পার্কিং করে যাত্রীদের নামিয়ে দেই।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে বাসটি পুলিশ হেফাজতে নিয়ে বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেই।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বোম ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে বলেন, টাইম বোমাটিতে টাইমার সেট করা ছিল। নির্দিষ্ট সময়ে সক্রিয় হয়ে এটি বিস্ফোরিত হতো। এতে পুরো বাসটিতে আগুন ধরে বাসে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।
মন্তব্য করুন