ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

লাগাম থাকছে না সবজির দামে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সবজি বাজার। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সবজি বাজার। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সবজি বাজারগুলোতে শীতকালীন সবজি উঠলেও দাম কমছে না কোনো সবজির। মাঝখানে সবজির দাম কিছুটা কমে আসলেও এখন আবারও দাম বাড়তে শুরু করেছে। ফলে নিম্ন আয়ের মানুষদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে সবজির দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার সদর বাজারসহ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে বিষয়টি জানা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতকালীন প্রায় সব ধরনের সবজি উঠেছে বাজারগুলোতে। কিছুদিন এসব সবজির দাম কিছুটা কমলেও আবারও এসব সবজির দাম বাড়তে শুরু করেছে। এতে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বর্তমান বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, শিম ৬০ থেকে ৮০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, লাউ ৯০ থেকে ১২০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, কুমড়া ৫০ থেকে ৬০ টাকা, কাঁচামরিচ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শসার কেজি ৪০ থেকে ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মুলা ৩০ টাকা, পটল ৫০ টাকা, টমেটো ৫০ থেকে ৮০ টাকা, লালশাক ৪০ টাকা ও চিচিঙ্গা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাঁচাবাজার করতে আসা ক্রেতা উপজেলার মহালক্ষীপাড়া এলাকার শাহীন বলেন, সব ধরনের সবজির দাম আবারও বেড়েছে। বাজারে শীতকালীন সবজি উঠলে ভেবেছিলাম সবজির দাম কমে আসবে কিন্তু না, কিছুদিন সবজির দাম কিছুটা কমেছিল, এখন আবার সবজির দাম বেড়েছে। এতে আমাদের মতো স্বল্প আয়ের মানুষরা যে টিকে থাকব, তার অবস্থা নেই। মাছ-মাংসের কথা তো বাদই দিলাম, শাক-সবজির দামও যদি এমন বাড়ে, তাহলে আমাদের মতো সীমাবদ্ধ আয়ের মানুষজন খেয়ে বেঁচে থাকার উপায় নেই।

একই বাজারে সবজি ক্রয় করতে আসা আরেক ক্রেতা নিগার সুলতানা বলেন, নিম্ন আয়ের মানুষের প্রধান খাবার হলো শাক-সবজি। সেটার দামও যদি এমন নাগালের বাইরে থাকে তাহলে খাবে কী? যে টাকা নিয়ে আসলে আগে ব্যাগ ভরে সবজি নিয়ে বাড়িতে যেতাম, এখন সেই পরিমাণ টাকায় ব্যাগের অর্ধেকও ভরে না। এতে দিন দিন আমাদের মতো নিম্ন আয়ের মানুষেরা হাঁপিয়ে উঠছি।

এদিকে বিক্রেতারা জানান, শীতকালে বাজারে সাধারণত লাউ, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, দেশি পেঁয়াজ, ভারতীয় পিঁয়াজ, বেগুন, মুলা, লালশাক, পালংশাক, পটোল, ঢেঁড়স, বরবটি, ঝিঙা, পেঁপে, আলু, করলা, কচু, শসাসহ বিভিন্ন ধরনের সবজিতে ভরপুর থাকে। তবে এ বছর দু'দুটো ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টির কারণে সবজি উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। ফলে বাজারে সবজি তুলনামূলক কম। তাই সবজির দাম মাঝখানে কমে আসলেও আবার বেড়ে গেছে। আমরা পাইকারি বাজার থেকে সবজি দাম দিয়ে কিনে আনি, তাই আমাদেরও দামে বিক্রি করতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদ টার্গেট করে চালানো হচ্ছে বিমান হামলা

আর এক জয় দূরে মেসির মায়ামি!

নির্যাতনের তথ্য চেয়ে আ.লীগের বিশেষ বার্তা

পূজায় বুড়িমারীতে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৬ দিন

প্রতি সপ্তাহে সহায়তা দেবে জুলাই ফাউন্ডেশন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আন্দোলনে অস্ত্র উঁচিয়ে গুলি, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যমুনা গ্রুপ

জনবল নেবে স্যামসাং বয়সসীমা  ২১ থেকে ২৮ বছর 

বায়ুদূষণে শীর্ষে হ্যানয়, ঢাকার খবর কী

সুস্থ থাকতে ভাত নাকি রুটি, কী বলছেন চিকিৎসক

১০

লিটনের শরীরে ৫ শতাধিক বুলেট

১১

সপ্তম রাউন্ডে জমে উঠেছে প্রিমিয়ার লিগের লড়াই

১২

পাচারের টাকায় আমিরাতে মিনি সিটি নিয়ে আসিফের স্ট্যাটাস

১৩

শেরপুরে ভয়াবহ বন্যায় ৭ জনের মৃত্যু

১৪

তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস গবেষকের

১৫

সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপ জ্যোতির

১৬

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ভারতীয় দলে আচমকা পরিবর্তন

১৮

ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থী বহিষ্কার

১৯

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

২০
X