তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসন থেকে নৌকা প্রতীকে ভোটযুদ্ধে লড়ছেন। তার সমর্থনে স্থানীয় নেতাকর্মীরা একাত্মা হয়ে কাজ করছেন। এবার বাবার জন্য রাঙ্গুনিয়ার ভোটারদের কাছে ভোট চাইতে এলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর তিন সন্তান সাফওয়ান আরহাম মাহমুদ, নাফিসা জুমাইরা মাহমুদ ও আবিরা নাওয়ার মাহমুদ। বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে রোয়াজারহাট, মরিয়মনগর চৌমুহনী ও চন্দ্রঘোনা লিচুবাগানসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের কাছে প্রচারপত্র বিলি করেন এবং পথসভায় বক্তব্য দেন তারা।
বক্তব্যে তাদের বলতে শোনা যায়, আমাদের বাবা গত ১৫ বছর আপনাদের সেবা করেছেন। তিনি যেন আরও সেবা করতে পারেন সে জন্য এবং রাঙ্গুনিয়ার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আমার বাবাকে নৌকায় ভোট দিন।
মুজিবকোর্ট গায়ে তথ্যমন্ত্রীর একমাত্র ছেলে ও দুই কন্যা সন্তানের ভোট প্রার্থনার সময় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের কাছে বিশেষ সমাদর পান তারা। স্থানীয়দের ভালবাসার জবাবে বাবার মতোই হাত উঁচিয়ে সাড়া দিতে দেখা গেছে তাদের।
জানা যায়, বুধবার উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে আয়োজিত নৌকা প্রতীকের প্রচার কার্যক্রমে অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের তিন সন্তান। প্রচার কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাহিলা চৌধুরী রেখা, সাধারণ সম্পাদক সুমাইয়াতুন নূর বৃষ্টি, চন্দ্রঘোণা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন সওদাগর, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত প্রমুখ।
মন্তব্য করুন