বগুড়ায় মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘনকুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
এদিকে শীতের প্রভাবে ঠান্ডাজনিত রোগব্যাধি বেড়েছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট, কাশি-সর্দি ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে।
রিকশাচালক আলমাছ আলী বলেন, সকাল থেকে কনকনে শীত হাত-পা জমিয়ে ফেলেছে। এভাবে ঠান্ডা চলতে থাকলে রিকশা চালানো দায়।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বলেন, জেলায় এখন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় এই মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনে আরও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন