কিশোরগঞ্জের করিমগঞ্জে বন্ধুর বিয়েতে বেড়াতে গিয়ে হাওরের পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের মরিচখালী এলাকায় বড় হাওরে এ ঘটনা ঘটে।
করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে ঢাকা কলেজের ছাত্র শরফুদ্দিন রাফু (২৪) এবং একই এলাকার লাল মিয়ার ছেলে মুন্সীগঞ্জ পলিটেকনিকের ছাত্র লিমন ইসলাম (২৩)।
পুলিশ জানায়, করিমগঞ্জ উপজেলার গুণধর কদিমমাইজহাটি গ্রামে বন্ধু তৌকিরের বিয়েতে ঢাকার থেকে ৬ বন্ধু বেড়াতে আসেন। গতকাল ৩ জুলাই বিয়ে ছিল। ৪ দুপুর ১২টার দিকে বাড়ির সামনে বড় হাওরের গোসল করতে নামে সবাই। এর মধ্যে তিনজন ডুবে যায়। তাদের মধ্যে রাফু ও লিমনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ছাড়া বর তৌকিরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন