আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রতিটি জেলার মতো ফেনী-১ ভিআইপি আসন নামে পরিচিত এলাকায়ও রয়েছে নির্বাচনী গণসংযোগ।
শনিবার (৩০ ডিসেম্বর) ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন নাসিম।
এ সময় আগামী ৭ জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট হলে বিপুল ভোটে জয়লাভের আশা ব্যাক্ত করেন নাসিম। এ ছাড়াও ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, জাল ভোট তার প্রয়োজন হবে না। কারণ তাকে ফেনী-১ আসনের সকল শ্রেণির লোকজন ভোট দিবেন।
এদিকে বিএনপিকে উদ্দেশ্য করে নৌকার এ প্রার্থী বলেন, গণতন্ত্র বিশ্বাস করে না বলেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বাংলাদেশের মানুষ তার দল আওয়ামী লীগ হাতে ক্ষমতা থাকলে শান্তিতে বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন গণসংযোগ সমাবেশে।
নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরের নেওয়াজ সেলিম, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক প্রমুখ।
মন্তব্য করুন