নওগাঁর সাপাহার উপজেলার কৃষ্ণসদা গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ক্যাম্পের পোস্টার ও ব্যানার পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১টা ৩০ মিনিটে উপজেলার ৭নং ওয়ার্ডের কৃষ্ণসদা গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পের পাশে ইলিয়াস হোসেন (৬০) মোটরসাইকেল রেখে পাশে যান। সেখানে একটি জেলে দল মাছ ধরছিলেন। পরে ২০ মিনিট পর আগুন ও ধোয়া দেখতে পান জেলেরা।
ঘটনাস্থলে জেলেরা গিয়ে দেখেন মোটরসাইকেলটিকে নির্বাচনী ক্যাম্পের ভেতরে রেখে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় মোটরসাইকেলের আগুনে ক্যাম্পের ভেতরে থাকা ব্যানার ও পোস্টার পুড়ে যায়। পরে স্থানীয় জেলেরা ক্যাম্পের পাশে অবস্থিত বাড়ির লোকজনদের ডেকে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এরমধ্যে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।
শনিবার (৩০ ডিসেম্বর) সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সাপাহার সার্কেল সবুজ হোসেন ও সাপাহার থানার ওসি পলাশ দেব ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্তব্য করুন