দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঈগল প্রতীকের প্রার্থী মোহাম্মদ কাবীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শুয়াশুর গ্রামে নৌকার সমর্থক রুবেল মিয়া ও ঈগল প্রতীকের সমর্থক আব্দুল কাদের কদুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় ঈগল প্রতীকের সমর্থক আব্দুল কাদের আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মুকসুদপুর থানায় উভয় পক্ষ মামলা করেছে। এ ঘটনায় নৌকার সমর্থক মোসনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্লাকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ আজিজ হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এলাকা শান্ত রয়েছে।
মন্তব্য করুন