‘প্রবাসী কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, প্রবাসী স্বজন তারা উন্নয়নে সমান অংশীদার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় প্রবাসী দিবস উদযাপন এবং জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন শেরপুর আয়োজনে ও সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও জব ফেয়ার মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
র্যালিটি টিটিসি চত্বর থেকে বের হয়ে কানাশাখোলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় টিটিসি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে টিটিসি সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, প্রবাসীরা হচ্ছে আমাদের রেমিট্যান্স যোদ্ধা, তারা বাংলাদেশের গৌরব। প্রবাসীদের সম্মান ও মর্যাদার চোখে দেখতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে ও শেরপুর টিটিসির চীপ ইন্সট্রাক্টর এসএম আজহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জি এম এ মুনীব, শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পীযুষ কান্তি সরকার, শেরপুর টিটিসি অধ্যক্ষ মীর্জা ফিরোজ হাসান, ইসলামি ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার মুসলেহ উদ্দিন, শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ট্রেড (কম্পিউটার) ইনচার্জ মো. কামরুল হাসান, ট্রেড ইনচার্জ (অটোমোবাইল) মো. মোরাদ হাসান, ইন্সট্রাক্টর (অটোমোবাইল) রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন