কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিসিবি সভাপতি আলহাজ নাজমুল হাসান পাপন বলেছেন, হার জিতের বিষয় নয়, দ্বাদশ সংসদ নির্বাচন ফ্রি ফেয়ার করাই হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল চ্যালেঞ্জ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাসভবনে (আইভি ভবন) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভৈরবের মানুষ সবসময়ই আওয়ামী লীগের পক্ষে ছিলেন। আমাদের অর্গানাইজেশন অনেক স্ট্রং। এটা তো আমার করা না। আমার আব্বার করে দেওয়া। আমি মাত্র টেন পার্সেন্ট, আব্বা আম্মারই নব্বই পার্সেন্ট। ভৈরবের মানুষ আগে থেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আমার আব্বা আম্মাকে ভালোবাসেন, নৌকাকে ভালোবাসেন।
তিনি আরও বলেন, আমার ধারণা, এ নির্বাচনে মানুষ উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে আসবে। আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি তারা যেন ভোটকেন্দ্রে আসে। আমরা যেভাবে প্ল্যান করেছি, আমার ধারণা অনেক মানুষ ভোটকেন্দ্রে আসবে। একটি পক্ষ সুষ্ঠু ভোটে বাধা দিতে পারে, কিন্তু এসব বাধা মানুষ আর মানবে না।
মন্তব্য করুন