কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় নজরুল ইসলাম (৩৫) নামের এক এলপি গ্যাস ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন নিহতের ছেলে জহিরুল ইসলাম অন্তর।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রফিক মোড় নামক স্থানে। নিহত নজরুল ইসলাম উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
নিহতের ছেলে জহিরুল ইসলাম অন্তর দাবি করেন, নিহত নজরুল ইসলামের ছোট ভাই তাজুল ইসলাম বিএম এলপি গ্যাসের ডিলারশিপের মাধ্যমে গ্যাসের ব্যবসা করতেন। সিলিন্ডার পরিবহনের জন্য নিজস্ব ট্রাক রয়েছে। চালক ইমরান তাজুল ইসলামের ব্যবসার শুরু থেকেই তার ট্রাক চালক হিসাবে কাজ করে আসছেন। বছর খানেক আগে তাজুল ইসলাম তার গ্যাসের ব্যবসা বড় ভাই নজরুল ইসলামের কাছে বিক্রি করে দেন। কিন্তু ডিলারশিপ তার নামেই রয়ে যায়। তাজুল ইসলামের নামেই কোম্পানির সঙ্গে লেনদেন পরিচালিত হয়ে আসছে।
এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। বৃহস্পতিবার তাদের নিজস্ব ট্রাকে কোম্পানি থেকে সিলিন্ডার রিফিল করে এনে নজরুল ইসলামের বাড়ির সামনে গাড়ি রেখে চালক চলে যান। একটু পরে চালক ইমরান আবার নজরুল ইসলামের বাড়িতে গিয়ে গাড়ির চাবি চান। জিজ্ঞাসা করলে বলেন মোবাইল ফোনের চার্জার গাড়িতে রয়ে গেছে। নজরুল গাড়ির চাবি দিলে চালক গাড়িতে উঠে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় নজরুল ইসলাম দৌড়ে এসে চলন্ত ট্রাকের দরজায় ঝুলে চালকের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। গাড়ি কোথায় নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলে কোনো উত্তর না দিয়ে দ্রুত গাড়ি চালাতে থাকেন। এ সময় গাড়িটি মোড় ঘুরালে নজরুল ইসলাম ঝুলন্ত অবস্থা থেকে ছিটকে পড়লে গাড়িটি তার মাথার ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক সিলিন্ডার ভর্তি গাড়িটি নিয়ে পালিয়ে যান।
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন