নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের পথসভায় বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর করেছেন সমর্থকরা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এক পথসভায় এ ঘটনা ঘটে। আহসান আদেলুর রহমান আদেল বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান।
নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী কোমল পানীয় ও খাদ্য পরিবেশন করতে পারবেন না। কিন্তু তিনি আচরণবিধি লঙ্ঘন করে বিরিয়ানি পরিবেশন করেন। এ সময় কিছু সমর্থক বিরিয়ানির প্যাকেট না পেয়ে ক্ষিপ্ত হয়ে চেয়ার ভাঙচুর করেন। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন নেতারা। অনেকে বিরিয়ানি না পেয়ে ফিরে যায়।
এ বিষয়ে সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।
মন্তব্য করুন