কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আমি ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করব : মেজর আখতার

কিশোরগঞ্জ-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি : কালবেলা

‘আমি আজকে বিএনপির পতন ঠেকানোর জন্য আমার জীবনটা সামনে লেলিয়ে দিয়েছি। শুরু হবে টার্নিং পয়েন্ট ৭ জানুয়ারি থেকে। আমি ট্রাক থামাব, বিএনপির পতনের ট্রাক ইনশাল্লাহ থামাব। আমি এ জন্য একজন মাত্র সারা বাংলাদেশে বিরোধী দলের প্রার্থী দাঁড়িয়েছি। মনে রাইখেন। একজন, যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে। আপনারা (আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন) আমাকে সমর্থন করেছেন ধন্যবাদ। সেটাও শেখ হাসিনাকে বাঁচানোর জন্যই। নির্বাচনে দাঁড়িয়েছি বিরোধী দলে আমি একজন। আমি ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করব। কেন বলছি, এগুলো হলো রাজনৈতিক বাস্তবতা।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে কটিয়াদী উপজেলার মসূয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভার মঞ্চে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে এসব কথা বলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

তিনি তার বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের জেলার সংসদ সদস্যদের জন্য ভোট চেয়েছেন। বিকেলবেলায় তিনি কিশোরগঞ্জের স্টেডিয়ামে মিটিং করে ঢাকা থেকে ভিডিওর মাধ্যমে ভোট চেয়েছেন। উনি কী বলছেন শুনবেন। উনি বলছেন, এবার যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা রকম চক্রান্ত হচ্ছে। সেই জন্য নির্বাচনের পরিবেশটা যাতে সুন্দর হয়, উৎসবমুখর হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এই কারণে আমরা উন্মুক্ত করে দিয়েছি। নৌকা মার্কা দিয়েছি। পাশাপাশি আরও যারা দাঁড়াতে চায় তারাও দাঁড়াবে। নির্বাচনে শান্তির পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যার যার ভোট সে দেবে। যার যার ভোট সে চাইবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। আপনাদের কিন্তু কয়নাই কই ভোট দিতে হইব। জনগণ যারে পছন্দ করবে তারেই ভোট দেবে। এ রকম বক্তব্য তো অন্য জেলায় দেয় নাই। উনি তো সব জেলায় বক্তব্য দিচ্ছে। তার মানে কি চাচ্ছেন নৌকা তো (জেলার) বাকি চারটের মধ্যে যাইবই। আর একটা নৌকা যেন না আইয়ে এই পথটা উনি রাইখা দিছেন। কাজেই ভাই আপনাদের ভয় পাওয়ার কিছু নাই।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাহার আকন্দ, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) টেলিভিশন প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী আলেয়া ও গণফ্রন্টের মাছ প্রতীকের প্রার্থী মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম।

এ ছাড়াও দুই স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক এমপি সোহরাব উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X