কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ মাইল রোডের ব্যাটারিচালিত পাখি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মো. মাসুম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ১২ মাইল রোডের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম (১৮) বাহিরচর ইউনিয়নের বার মাইল টিকটিকি পাড়ার (আনাস পাড়া) দুলাল মালিথার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১২ মাইল রোডে দ্রুতগতির মোটরসাইকেল ও পাখি ভ্যান বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মাসুমকে এলাকাবাসী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার শফি বলেন, ‘মাসুম বেশিদূর লেখাপড়া করিনি, গরিব ঘরের ছেলে, দিনমজুরের কাজ করত। মাঝেমধ্যে ইটভাটাতেও কাজ করত।’
ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আহত মাসুমকে হাসপাতালে নিয়ে যায়। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।’
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। আত্মীয়স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে গেছে।’
মন্তব্য করুন