গাজীপুর-২ আসনের নৌকার প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির চেয়েও খারাপ। জাহাঙ্গীর আলম যে ভাষায় প্রতিপক্ষকে উদ্দেশ্য করে কথা বলে, তাতে মনে হয় তারা বিএনপির চেয়েও খারাপ। সমালোচনা করতে গিয়ে তারা মানুষের শারীরিক গঠন নিয়েও খারাপ মন্তব্য করে, এতে মনে হয় তারা অসুস্থ।
বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ৩টায় গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় অবস্থিত সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (স্বতন্ত্র) প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে বলেন, তারা যে ভাষায় আমার সমালোচনা করছে বিএনপিও এই ভাষায় কথা বলেনি।
সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম নূরু, কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য করুন