ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পর্শে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধারাকান্দি গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও তার মেয়ে রিদমা (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম একজন বাকপ্রতিবন্ধী। বুধবার বিকেলে তিনি মেয়েকে নিয়ে বাড়ির পাশে পুকুরের মাটি কাটছিলেন। এ সময় পুকুর পাড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন বাবা ও মেয়ে। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহতের ভাতিজা মনিরুজ্জামান তুহিন বলেন, আমার চাচা পুকুরে ধান চাষ করার জন্য কোদাল দিয়ে মাটি কাটছিলেন। সঙ্গে উনার মেয়েও ছিল। ধারণা করা হচ্ছে, মাটি কাটার সময় পুকুর পাড়ে বৈদ্যুতিক তারে কোদালের কোপ পড়ে বিদ্যুতায়িত হন আমার চাচা ও চাচাতো বোন।
গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, বিদ্যুৎস্পর্শে বাবা-মেয়ে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি।
মন্তব্য করুন