চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এবার বড়দিনের উৎসবের আমেজে মেতে উঠেছে বাইপুর সাঁওতাল পল্লি।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে গ্রামের গির্জায় সমবেত হয়ে বড়দিনের প্রার্থনা ও উৎসব পালন করেন তারা।
সরেজমিনে দেখা যায়, মাটির দেওয়াল ও টিনের চালার তৈরি গির্জা ঘরে আনন্দের কোনো কমতি নেই। গির্জার ভেতর নানা রঙের জরি, বেলুন, ফুলে সুসজ্জিত ও মোমবাতির আলোয় উজ্জ্বল। বাইরে রঙিন কাগজের কাটিং ফুল ঝিকমিক করছে। ছোট-বড়, নারী-পুরুষ সবার মুখে উৎসবের আনন্দ। নতুন পোশাকে সেজেগুজে সবাই এসেছে গির্জায়। তারা গির্জায় দান করতে সঙ্গে এনেছে মুড়ি, মিষ্টান্ন, ধান, টাকা-পয়সা ও ফুল। প্রভু যিশু খ্রিষ্টের জন্মদিনে একসঙ্গে প্রার্থনা, প্রার্থনা সংগীত, উপদেশ বাণী, আলোচনা ও কুশল বিনিময় করেন আগতরা। গির্জায় দানে প্রাপ্ত মিষ্টান্ন বিতরণ করা হয় সবার মাঝে। পরে গ্রামের মেয়েরা বড়দিনের উৎসবে নাচ-গান আনন্দে মেতে ওঠেন।
বড়দিন উপলক্ষে গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন, বিশ্বনাথ মুর্মু ও ফাদারের সহকারী প্রশান্ত মুর্মুসহ অন্যান্যরা।
মন্তব্য করুন