বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার, কুৎসা রটানোসহ বিভিন্ন অরাজকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী এসব অভিযোগ করেন। এতে তিনি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন বলে জানান।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী অভিযোক করে বলেন, আমার প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তার নেতাকর্মীরা নির্বাচনী পরিবেশ চরমভাবে লঙ্ঘন করে চলেছেন। নৌকার লোকজন প্রতিনিয়ত নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে আমার পোস্টার ছিঁড়ে ফেলা, আমারা নেতাকর্মী ও সমর্থকদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, নানা ধরনের মিথ্যা অপপ্রচার, কুৎসা রটানোসহ বিভিন্ন অরাজকতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন পরিস্থিতির শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। এসব বেআইনি কাজ এখনই কঠোরভাবে বন্ধ করা না হলে সুষ্ঠু নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, দলীয় হাইকমান্ড থেকে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের জন্য কোনো বাধা না থাকায় আমি এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সে লক্ষ্যে আচরণবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রতিপক্ষ নৌকা প্রতীকের লোকজন আমাদের শান্তিপূর্ণ প্রচারে নানাভাবে বাধার সৃষ্টি করছে। এভাবে ঈগল প্রতীকের নেতাকর্মী ও সমর্থকদের ভীত করে তোলা হচ্ছে।
তিনি বলেন, নৌকা প্রতীকের লোকজন লাগাতার আমার লোকের ওপর তাণ্ডব সৃষ্টি করছে। এতে আমি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি।
মন্তব্য করুন