মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়নে এসকেনদার খাঁ নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী এবং মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক ছিলেন। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নির্বাচন নিয়ে প্রতিপক্ষের সঙ্গে এসকেনদারের কথা কাটাকাটি হয়। পরে তিনি সেখান থেকে ফেরার পথে তার ওপর হামলা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বরিশালের হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, এসকেনদার খাঁ আমার কর্মী ছিলেন। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাব।
খাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনজুর মোরশেদ বলেন, হত্যার বিষয়টি জেনেছি। পুলিশ তদন্ত শুরু করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন