সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

১৪ দলীয় জোটের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : কালবেলা
১৪ দলীয় জোটের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : কালবেলা

এখনো দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে পররাষ্টমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ১৪ দলীয় জোট শুধু নির্বাচনকেন্দ্রিক জোট নয়- এটি একটি আদর্শ, দেশপ্রেম, জাতীয় চেতনার প্ল্যাটফর্ম। তাই ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, আমরা গণতান্ত্রিক ধারাকে টিকিয়ে রাখতে চাই। সেজন্য অবাধ সুষ্ঠু আদর্শ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচনের সময় তারাই সর্বেসর্বা। কাজেই এখানে জাল ভোট কারচুপির কোনো সুযোগ নেই। আমরা গণতন্ত্র চাই। কিন্তু নির্বাচন বিরোধী বিএনপি-জামায়াত অবাস্তব দাবি তুলে নির্বাচন নস্যাৎ করার ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ১৪ দলীয় জোটের সাথে পররাষ্টমন্ত্রী ও সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সংঘাতহীন শান্তিপূর্ণ নির্বাচন। আমরা সেই উত্তরাধিকারী যারা ঊনসত্তরের নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে গণতন্ত্র, আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য লড়াই করে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। আওয়ামী লীগ জনগণের সমর্থন ও রায়কে বিশ্বাস করে। তাই যারা দেশের সম্পদ ধ্বংস করে মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায় তাদের ভোটের জাগরণ জোয়ার তুলে উচিত শিক্ষা দিতে হবে।

সভায় বক্তব্য রাখেন জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি মো. সিকন্দর আলী, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক ব্রজ গোপাল চৌধুরী, জাতীয় পার্টি জেপির সভাপতি ইফতেখার আহমদ লিমন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক আহমদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. জুনেদুর রহমান চৌধুরী, মহানগরের সভাপতি অধ্যক্ষ প্রাণকান্ত দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কাপালি, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, জাতীয় যুব জোট জাসদের সাধারণ সম্পাদক মো. মাহমদু চৌধুরী, সাম্যবাদী দল সিলেটের মো. আজাদ মিয়া, সদস্য সজল রায়, জাতীয় পার্টি জেপির সিলেটের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ওয়ার্কার্স পার্টি সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক দীনবন্ধু পাল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. ফয়জুল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X