কুমিল্লার তিতাস উপজেলায় দাদার বাড়িতে বেড়াতে এসে গোমতী নদীতে গোসল করতে নেমে আলিফ ভূইয়া (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের উত্তর পাড়ার পশ্চিম পাশে গোমতী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোর আলিফ বৃহস্পতিবারে তার নিজ গ্রাম দড়িকান্দি দাদা মো. সেলিম ভূইয়ার বাড়িতে বেড়াতে আসেন। সে ঢাকা গোড়ানের বাসিন্দা মো. মনিরুল ইসলাম ভূইয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন বলেন, নিখোঁজ কিশোর দড়িকান্দি গ্রামের সেলিম ভূইয়ার নাতি হয়। তারা সপরিবারে ঢাকায় থাকেন। বৃহস্পতিবারে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুর আনুমানিক ১২টায় গোমতী নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস টিম এসে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। এখন চাঁদপুর থেকে ডুবুরি আসছে, তারাও খুঁজতেছে।
হোমনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাজেদুল ইসলাম বলেন, ছেলেটির এখনো সন্ধান পাইনি। তবে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন