দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁইয়া) আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর লাঙ্গল মার্কার সমর্থনে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাথে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে সোনাগাজী জারা কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় লাঙ্গলের পক্ষে ভোট চান ফেনী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ফেনী-৩ আসনে নৌকার আদলে লাঙ্গল রয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিরাপদ থাকবে। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় রাখতে হলে যে কোনো বিষয়ে ছাড় দিতে ফেনী জেলা আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। মান-অভিমান ভুলে লাঙ্গলের পক্ষে ভোট করার জন্য সব নেতাকর্মীদের অনুরোধ জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁইয়া) আসনের মহাজোট মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজুল কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন।
মন্তব্য করুন